সংগীত শিল্পী প্রতীক হাসান এবং জিনিয়া জাফরিন লুইপা বসে আছেন, গল্প করছেন, ছবি তুলছেন।
সঙ্গে আলমগীর হোসেন, উদ্ভট সেলিম এবং জাহিদ।
রাশিয়া যাচ্ছেন তারা।
একই গন্তব্য মারিয়া শিমু, সামিয়া জাহান, জাহাঙ্গীর সাঈদ এবং চঞ্চলের।
লুইপা বললেন-
রাশিয়ায় অবস্থিত বাংলাদেশি অ্যাম্বাসি থেকেই আমন্ত্রণ পেয়েছি আমি। আগামী ২৭ জুলাই রাশিয়ার মস্কোতে অনুষ্ঠান হবে। সেখানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও রাশিয়ার স্থানীয় দশর্কও থাকবেন। তাই তাদের জন্য একটি রাশিয়ান গানও প্রস্তুত করে যাচ্ছি। তা ছাড়া দেশের গানও তো গাইবই। পহেলা আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। সবাই দোয়া করবেন যেন রাশিয়ার মাটিতে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।
ভিডিওতে শুনুন প্রতীক-লুইপার কথা।
বাংলাদেশের এই ক’জন ছাড়াও অনুষ্ঠানের মঞ্চ মাতাবে ‘ইভানুস্কি ইন্টারন্যাশনাল ব্যান্ড’।
‘রাশিয়া-বাংলাদেশ গ্রান্ড মিউজিকাল শো’ নামের এই অনুষ্ঠানটির আয়োজক ইঞ্জিনিয়ার আলমগীর জলিল।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এটি।
আগামী ২৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ‘Novosushevskiy Pereulok, 6, Moscow’তে শুরু হবে সুরের নাচন।
আয়োজক জলিল বললেন-
দুই বন্ধুসুলভ দেশ রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করতে এই কনসার্টের আয়োজন। আমরা বিশ্বাস করি, শিল্প সংস্কৃতি এবং গানের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং রাশিয়ার জনগণের কাছে পৌঁছতে পারবো।
‘রাশিয়া-বাংলাদেশ গ্রান্ড মিউজিকাল শো’তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর, রাশিয়ায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের অ্যাম্বাসেডর ডক্টর এস এম সাইফুল হক, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ আরও অনেকে।
এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ফ্রি টিকিটের জন্য রেজিষ্ট্রেশন করতে ঘুরে আসুন এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ওয়েবসাইট থেকে।
আরও পড়ুনঃ