করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। যা মোটেও আনন্দের কোন বিষয় নয় সাধারণ জনগণের পাশাপাশি তারকাদের জন্যও। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই নির্দেশটি কঠোরভাবে মানার চেষ্টা করছেন সকলে।
এদিকে, লকডাউনের মধ্যে সাধারণ মানুষ কি করছেন তা জানা না গেলেও, তারকারা কখনও কি করছেন সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভক্তদের জানিয়ে দিচ্ছেন তারা।
লকডাউনের এই সময়গুলোর সঠিক ব্যবহার কিভাবে করা যেতে পারে তার ভালো একটি উপায় বলে দিয়েছেন হৃতিক রোশন। আর সেটি হলো- পিয়ানো বাজানো।
বলিউডের এই সুপারস্টার লকডাউনের সময়গুলোকে কাজে লাগিয়ে পিয়ানো বাজানো শিখছেন। মঙ্গলবার (১ এপ্রিল) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিয়ানো বাজানোর একটি ভিডিও শেয়ার করেছেন হৃতিক।
এদিকে, ভিডিওর শুরুতেই হৃতিক বলেন তিনি তার জোড়া আঙুল দুটির জন্য ভালোভাবে পিয়ানো বাজাতে পারেন না। কিন্তু তার পিয়ানো বাজানো দেখে তেমনটি মোটেও মনে হয়নি। তবে তিনি চ্যালেঞ্জ নিয়েছেন আগামী ২১ দিনের মধ্যে পিয়ানো মিশন শেষ করবেন।