পুরনো এবং জনপ্রিয় এ ব্যান্ড থেকে বেরিয়ে যান শাফিন আহমেদ।
ঘটনা এখানেই সীমাবদ্ধ থাকেনি।
দু’ভাগে বিভক্ত মাইলসের অভ্যন্তরে চলতে থাকে নানা অপ্রীতিকর ঘটনা।
এসব যখন চলছিলো ক্যালেন্ডারে, তখন ২০১৭ সালের ডিসেম্বর।
হামিন আহমেদ এবং মানাম আহমেদের নেতৃত্বে মাইলস দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কনসার্ট করতে থাকে।
স্বাভাবিকভাবেই এই এতোদিন মাইলসের কোনো কনসার্টে শাফিনের দেখা মেলেনি।
একই সময় ব্যান্ডের অন্যান্য সদস্যদের ব্যাপারে বেশকিছু অভিযোগ আনেন শাফিন আহমেদ।
সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত তিনি কোনো কনসার্টে যোগ দেবেন না- এমন ঘোষণাও দেন।
সংবাদমাধ্যমে পাল্টা বক্তব্য রাখেন হামিন আহমেদ সহ বাকি সদস্যরা।
দ্বন্দ্ব কেবল বাড়তেই থাকে।
কিন্তু মাইলসের গান শুনে বড় হওয়া প্রজন্ম ভাঙনের এই ক্ষত সহজে মুছে ফেলতে পারেনি।
এ বছরের মে-তে শাফিন ফিরে আসার আভাস পাওয়া যায় হামিনের মুখে।
সে সম্ভাবনা সত্যি হতে লেগে গেলো আরও কয়েকমাস।
দ্বন্দ্ব ভুলে-অভিমান ভুলে আবারও পাশাপাশি হলেন শাফিন-হামিন।
পূর্ণতা পেলো ভক্তদের মাইলস।
ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া ঘোষণা-
মাইলসের সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্খীদের জানাচ্ছি, ব্যান্ডটি তার অভ্যন্তরীণ সমস্ত দূরত্ব মিটিয়ে ফেলেছে। খুব তাড়াতাড়ি মূল লাইনআপ নিয়ে মাইলস কনসার্ট করবে। করবে গানের রেকর্ড।
আরও পড়ুনঃ