এক দম্পতি বসবাস শুরু করে নতুন ফ্ল্যাটে।
সেই ফ্ল্যাটেই ঘটতে থাকে একের পর এক ঘটনা।
সবই অলৌকিক। কিন্তু কেন?
কেউ কিছু বলে না। এমনকী প্রতিবেশী বৃদ্ধাও না।
তার কাছে সেই ফ্ল্যাটে আগে কিছু ঘটেছে কি না এমন প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি।
আবার কখনও বলে বসেন, তিনি বলতে পারবেন না।
অসহায় গৃহকর্তা স্ত্রীকে বুঝান, সব বাড়িতেই কিছু না কিছু ব্যপার থাকে।
এমনই চলতে থাকায় বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাতে গৃহকর্ত্রী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন।
অতঃপর একদিন হঠাৎ করেই আপন মনে বলে চলেন ছোট্টবেলার ছড়া- টুইংকেল টুইংকেল লিটল স্টার..।
আর তারপর?
বদলে যায় পরিস্থিতি। ঘটে অদ্ভুত কিছু। অসহায় গৃহকর্তা এবার সামাল দেবেন কী ভাবে পরিস্থিতি?
পুরো গল্পটা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
আসছে ‘ফ্ল্যাট নাম্বার ৬০৯’।
অরিন্দম ভট্টাচার্য পরিচালিত নতুন চলচ্চিত্র।
ভৌতিক-রহস্যময় এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ড্রিমলাইনার এন্টারটেনমেন্ট।
আবীর চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকে দেখা যাবে গৃহকর্তা ও তার স্ত্রীর ভূমিকায়।
প্রতিবেশী বয়স্ক দম্পতি হচ্ছেন তনুশ্রী শংকর এবং সৌমিত্র চট্টোপাধ্যায়।