১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
এই উপলক্ষে প্রচারের জন্য নির্মিত হয়েছে চারটি কাহিনীচিত্র।
সবগুলোই সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত।
প্রচারিত হবে শোক দিবসে।
জেনে নেয়া যাক সবগুলোর বিস্তারিত।
কবি ও কবিতা
- চিত্রনাট্যঃ পান্থ শাহরিয়ার
- পরিচালনাঃ রোকেয়া প্রাচী
- অভিনয়ঃ আহমেদ রুবেল, এসএম মহসীন, লুসি তৃপ্তি গমেজ, শাহাদাৎ হোসেন নিপু ও একে আজাদ সেতু
- দেখা যাবেঃ রাত ৮টা, চ্যানেল আইতে
তখন পঁচাত্তর
- চিত্রনাট্যঃ মিরন মহিউদ্দীন
- পরিচালনাঃ আবু হায়াত মাহমুদ
- অভিনয়ঃ রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, এসএম মহসীন, শ্যামল মাওলা, উর্মিলা শ্রবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু ও হিন্দোল রায়
- দেখা যাবেঃ রাত ৮টা, আরটিভিতে
সেদিন শ্রাবণের মেঘ ছিল
- চিত্রনাট্যঃ সহিদ রাহমান
- পরিচালনাঃ রাজিবুল ইসলাম রাজিব
- অভিনয়ঃ আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান
- দেখা যাবেঃ রাত ৯টা, একুশে টেলিভিশনে
জনক ১৯৭৫
- চিত্রনাট্যঃ শাহীন রেজা রাসেলের
- পরিচালনাঃ আজাদ কালাম
- অভিনয়ঃ তারিক আনাম খান, তমালিকা কর্মকার, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা, মিজানুর রহমান ও নাফা
- দেখা যাবেঃ রাত ৯টা, এটিএন বাংলায়