বিশেষ কোনো কারণ সৃষ্টি না হলে আগামী বছরের আগস্টেই দেখা যাবে রণবীর সিং-এর পরবর্তী ছবি ‘83।
রণবীর অভিনয় করবেন কপিল দেবের ভূমিকায়।
ছবিটি তৈরি হবে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের উপর ভিত্তি করে।
পরিচালক কবির খান।
এর আগে নির্মিত হওয়া ছবি আরেক ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ খুব সাড়া জাগিয়েছিলো।
‘83 ছবি নির্মাণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর সিং, এরমধ্যেই।
ছুটি, পার্টি ইত্যাদি শেষ করে উপস্থিত হয়েছেন লর্ডসের মাঠে।
এখানেই ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে।
সে এক ইতিহাস।
সেই স্মৃতি শেয়ার করে কবির খান লিখলেন-
১৯৮৩ সালে কপিল দেব যখন এই মাঠে বিশ্বকাপ জয় করেন, শচীনের তখন বয়স মাত্র ৯ বছর। টিভিতে শচীন সেই ম্যাচ দেখেছিলেন। সেই জয় শচীনকে ক্রিকেট খেলার অনুপ্রেরণা দিয়েছিলো। ৩৫ বছর বাদে আমাদের পরবর্তী ছবি ‘83-এর প্রস্তুতির জন্য লর্ডসের মাঠে উপস্থিত হয়েছি। এর থেকে ভালো কিছু হতে পারে না।
অথচ বৃষ্টির জন্য দেখা হলো না তাদের চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
রণবীর লিখলেন-
রেন রেন গো অ্যাওয়ে।
এর আগে এই ছবির খবর ঘোষণার অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন কপিল দেব এবং অন্যান্য খেলোয়াররা।
কবির খান জানালেন-
‘83 আমার কাছে বিশেষ একটা প্রোজেক্ট। আমার মনে হয় এটা একটা ছবির চেয়েও অনেক বেশি। আমি আরও ছবি বানাবো কিন্তু কিছু কিছু প্রোজেক্টকে মনে হবে একটা ছবির চেয়েও অনেক বেশি কিছু এবং ‘83 তেমনই একটা প্রোজেক্ট।