পোস্টারেই হইচই!

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-31 18:15:09

‘হইচই আনলিমিটেড’, অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি।
প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড।

ছবিতে দেখা যাবে-

দেব, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, কৌশানী মুখোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, রোজা পারমিতা দে, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মানসী সিনহা এবং অর্ণ মুখোপাধ্যায় সহ আরও অনেককে।

‘হইচই আনলিমিটেড’ ছবির পোস্টার শুটের ভিডিও এসেছে সদ্য।

তাতে সবাইকে দারুণ ভাবে সেজে মজার মজার পোজ দিতে দেখা যাচ্ছে।

ছবিটি সম্পর্কে নিজস্ব মতামতও দিয়েছেন তারা।

ভিডিওটি হইচই ফেলে দিয়েছে অনলাইনে।

বেশ কিছুদিন আগে উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছিলো দেবের প্রযোজনা সংস্থা।
সে সময় উজবেকিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্ক প্রধান উপস্থিত ছিলেন।

‘হৈচৈ আনলিমিটেড’ সহ দেবের প্রযোজনা সংস্থার আরও কিছু ছবি উজবেকিস্তানে মুক্তি পাবে ভাষা বদলে।

রাশিয়া সহ আরও কয়েকটি দেশেও দেখা যাবে ছবিগুলো।

ছবিটির গানগুলোর সুরকার স্যাভি গুপ্তা।

এবারই প্রথম কৌশানির সঙ্গে জুটি বাঁধলেন দেব।

‘হৈচৈ আনলিমিটেড’ মুক্তি পাচ্ছে এই বছর পুজোয়, ১২ অক্টোবর।

ছবির গল্প

দুই বউ নিয়ে সমস্যায় জর্জরিত প্রোমোটার বিজন। কিন্তু এক বউ আরেক বউয়ের খবর জানেন না। বিজনের তাই একটাই ভয়, যদি এক বউ অন্য বউয়ের খবর জেনে যায়!
রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদার, অবিবাহিত। শান্তি নেই তার জীবনেও। এক মেয়ে গুন্ডা তাকে প্রায়ই হুমকি দেয় বাড়িটা লিখে দিতে।
বউয়ের জন্য শান্তিতে নেই আজমল খান। এই গ্যারেজ মেকানিকের বউ রোজা পারমিতার জীবনের লক্ষ্য একটাই, অভিনেত্রী হবেন। আজমল নাকি তার বর হওয়ার যোগ্য নয়।
চতুর্দিকে অশান্তি। শান্তি তো দরকার। শান্তির খোঁজে সবাই তারা ঘুরতে চলে গেলেন উজবেকিস্তানে। সেখানে গিয়েও ঘটনাচক্রে এমন এমন সমস্যা তৈরি হয়, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। কী সেই সমস্যা

 

এ সম্পর্কিত আরও খবর