বিনা টিকিটে ১৭ সিনেমা!

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 00:09:29

একটা সময় সিনেমা দেখার রোল পড়ে যেতো।

হলের সামনে লম্বা ভিড়।

ঈদের সিনেমা হলে তো কথাই নেই!

জীর্ণ সিনেমা হল, তবুও কেমন ভিড়!

এখন আর সেই অবস্থা নেই।

হলের সংখ্যা কমেছে।

যে কয়টা হল তাও আছে, দর্শক সংখ্যা হাতে গোণা।

এখন সিনেমা দেখতে খুব কম সংখ্যক লোকই যায় সিনেমা হলে।

এই অবস্থার যতগুলো কারণ, এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘প্রযুক্তির উৎকর্ষতা’।

‘মৃত্তিকা মায়া’ সিনেমার দৃশ্য

যার ফলে, যে কেউ চাইলে বিভিন্নভাবেই নিজের পছন্দের সময়ে যে কোনো সিনেমা দেখে ফেলতে পারে।

তবে যারা এখনও সঙ্গী নিয়ে কিংবা একা একাই সিনেমা দেখার আগ্রহ পোষণ করে ব্যস্ততার ফাঁকেও, তাদের জন্য এসেছে দারুণ একটি সুযোগ।

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেখার সুযোগ মিলবে ১৭টি সিনেমা।

তাও আবার সম্পূর্ণ বিনে পয়সায়!

এই আয়োজন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ) এর।

বিএফএ সিনেমা থিয়েটার

সেপ্টেম্বরের প্রথম বৃহস্পতিবার বেলা ২টা থেকে শুরু হবে সিনেমা দেখানো।

একটানা চলবে ডিসেম্বরের শেষ বৃহস্পতিবার, অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত।

প্রথম তিন মাসের প্রতি বৃহস্পতিবার নতুন পুরাতন মিলিয়ে দেখা যাবে মোট ১৩ টি সিনেমা।

ডিসেম্বর যেহেতু বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাগুলোই রাখা হয়েছে দেখানোর তালিকায়।

‘ঘানি’ সিনেমার দৃশ্য

কবে কোন সিনেমা?

সেপ্টেম্বর

৬ তারিখ- জালালের গল্প

১৩ তারিখ- জোনাকির আলো

২০ তারিখ- স্বামীর সংসার

২৭ তারিখ- মৃত্তিকা মায়া

‘৭১ এর মা জননী’ সিনেমার দৃশ্য

অক্টোবর

৪ তারিখে- বউরাণী

১১ তারিখে- আমার আছ জল

১৮ তারিখে- ঘানি

২৫ তারিখে- সাহসী মানুষ চাই

নভেম্বর

১ তারিখে- বৃহন্নলা

৮ তারিখে- দুই জীবন

১৫ তারিখে- পিতা মাতা সন্তান

২২ তারিখে- সুজন সখি

২৯ তারিখে- দেশা দ্যা লিডার

আমার আছে জল : পোস্টার

ডিসেম্বর

৬ তারিখে- মধুমতি

১৩ তারিখে- মুক্তির গান

২০ তারিখে- ৭১’এর মা জননী

২৭ তারিখে- মেঘের পরে মেঘ

‘জালালের গল্প’ সিনেমার দৃশ্য

কোথায় দেখা যাবে?

ফিল্ম আর্কাইভের নতুন ভবনের দ্বিতীয় তলায়।

যেটি অবস্থিত রাজধানীর আগারগাঁও এলাকায়।

আরও পড়ুনঃ

এদের ভয় পান বলি শাহেনশাহ, কিন্তু কেন!

বুশরার নতুন চমক

শীর্ষে জোহানসন, বাকিদের আয় কত?

এ কী ঘোর!

এ সম্পর্কিত আরও খবর