পাক পায়রার বিরুদ্ধে এফআইআর, ভরা হয়েছে জেলে!

, ফিচার

মহিউদ্দিন আহমেদ | 2023-08-30 06:04:16

প্রেম কিংবা গুপ্তচরবৃত্তি, দুটোর ক্ষেত্রেই আদি এক বাহকের নাম কবুতর বা পায়রা। আগের দিনের রাজা বাদশারা দেশ থেকে দেশে খবরা খবর প্রেরনের জন্য ব্যবহার করতে পায়রা। তবে সেই উপযোগিতা কিন্তু এখনো জারি আছে। এখনো সমান তালে খবরা খবর আদান প্রদানে ব্যবহার করা হয় পায়রা। আর সেটা যদি গুপ্তচরবৃত্তি তাহলে তো কথাই নেই। এবার এমনটাই ঘটলো পাক-ভারত সীমান্তে। খুব সাধারণ ঘটনা নয়, অভিযোগ, পায়রার পায়ে বেঁধে তথ্য পাচার করছে পাকিস্তান!

জানা গেছে, পাঞ্জাবের রোরানওয়ালা সেনাচৌকিতে একটি পায়রা ধরা পড়ে তিন দিন আগে। সেটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া গেছে। নম্বরটির তাৎপর্য এখনও বোঝা যায়নি, তবে পায়রাটিকে আটকানো হয়েছে। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে! খবর ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামে এক সেনা কর্মী। হঠাৎই একটি সাদা-কালো পায়রা তার কাঁধে এসে বসে। উড়ে যাওয়ার আগে তিনি সেটিকে ধরে ফেলেন। পায়রাটিকে পরীক্ষা করতে গিয়ে চমকে যান নীরজ। দেখেন তার পায়ের সঙ্গে আটকে রয়েছে একটি সাদা কাগজ। সঙ্গে সঙ্গে নীরজ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এর পরেই পায়রাটিকে ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয় পায়ের কাগজটি। দেখা যায় তাতে একটি নম্বর লেখা আছে। তবে কী নম্বর, কোন উদ্দেশে লেখা ছিল সে সম্পর্কে সেনা বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। পায়রাটি সীমান্তের  ওপার থেকে পাঠানো হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। এর পরেই আইন মেনে পায়রার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে থানায়। পায়রাটি আপাতত ভারতের জেল হেফাজতে রয়েছে। সেটিকে নিয়ে কী করা হবে, তা জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর