করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাময়িকভাবে পর্দা নামাতে যাচ্ছে সিনেওয়ার্ল্ড। করোনায় ক্রমাগত বিঘ্নতার কারণে পরিকল্পনাটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির এই সিদ্ধান্তে তাদের মোট ৪৫ হাজার কর্মীকে প্রভাবিত করবে। যা কর্মীদের ভবিষ্যতের কর্মসংস্থান ভারসাম্যে ঝুলিয়ে রাখবে। কারণ এতো কর্মী বাহিনীর জন্য পরবর্তী কোনো পরিকল্পনা হাতে নেয়নি সিনেওয়ার্ল্ড।
এর আগে রোববার (৪ অক্টোবর) সিনেওয়ার্ল্ড জানায় এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরপরের দিন সোমবার (৫ অক্টোবর) সিটি শহরে এই ঘোষণাপত্রটি দেয়া হয়। এতে বলা হয়, 'সিনেওয়ার্ল্ড নিশ্চিত করেছে আগামী বৃহস্পতিবার থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ৫৩৬টি রিগাল থিয়েটার এবং যুক্তরাজ্যের ১২৭ সিনেওয়ার্ল্ড এবং পিকচার হাউজ থিয়েটারগুলোর কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করে দেবে'।
প্রতিষ্ঠানটির ব্যবসার প্রধান বাজারগুলো বন্ধ থাকার কারণে ও পুনরায় খোলার বিষয়ে কোনো দিকনির্দেশনা না থাকায় এবং স্টুডিও গুলোতে তাদের নতুন চলচ্চিত্রের পাইপলাইন প্রকাশে অনীহা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।