চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন হার্ভে জে আল্টার, মিখায়েল হাউটন চার্লস ও এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হলেন।
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে।
কিভাবে হেপাটাইটিস সি ভাইরাস নিরাময় সম্ভব তা জানিয়েছেন ওই তিন বিজ্ঞানী। দূরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন তারা। বিশেষ করে রক্ত পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে।
এছাড়া, মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।