'ফ্লু’র চেয়ে কম প্রাণঘাতী করোনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এমন একটি পোস্ট মুছে ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (৬ অক্টোবর) হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেই ফেসবুক পোস্ট দেন তিনি।
এরপর টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘প্রতি বছর বহু মানুষ, কখনও কখনও এক লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আমরা কি আমাদের দেশটি বন্ধ করে দেব? না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যেরকম করে আমরা কোভিডের সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি, বেশিরভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু!!!’
ফেসবুকের পলিসি কমিউনিকেশন ম্যানেজার অ্যান্ডি স্টোন বলেছেন, কোভিড-১৯ এর ভয়াবহতার বিষয়ে ভুল তথ্য আমরা মুছে ফেলি এবং এখন এই পোস্ট মুছে ফেলা হয়েছে।
এর আগেও একবার ফেসবুক ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে ফেলেছিল। যেখানে ট্রাম্প কোভিড-১৯ এর বিরুদ্ধে শিশুরা ‘অনেকটাই নিরাপদ’ বলে একটি ভিডিও প্রচার করেছিলেন।