করোনাভাইরাস স্থানভেদে ২৮ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। বিশেষ করে টাকা, মোবাইলের স্ক্রিন কিংবা স্টেইনলেস স্টিলের ওপর এই ভাইরাস দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। খবর বিবিসি।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির বিজ্ঞানীরা দাবি করেছেন, আমাদের ধারণার চেয়েও স্থানভেদে করোনাভাইরাস অনেক বেশি দিন বেঁচে থাকতে পারে।
গবেষণায় দেখা গেছে, অন্ধকার ল্যাবে ভাইরাসটি দীর্ঘ সময় টিকে থাকলেও আল্ট্রা ভায়োলেট (ইউভি) রশ্মিতে করোনাভাইরাসের বিনাশ ঘটে।
কদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, টাকা ও কাঁচের ওপর দুই থেকে তিনদিন, প্লাস্টিক ও ধাতব বস্তুর ওপর ছয়দিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। পাশাপাশি হাঁচি-কাশি ছাড়াও বাতাসে ভাসমান বিভিন্ন বস্তু, ধাতু কিংবা প্লাস্টিকের মাধ্যমে এটি ছড়াতে সক্ষম।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে দেখান যে ২০ ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিক আবহাওয়ায় মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও টাকার ওপর করোনাভাইরাস ২৮ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। যেখানে অন্যান্য সংক্রামক ব্যাধির ভাইরাসগুলো সর্বোচ্চ ১৭ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম।