'ধর্ম ও পবিত্র ধর্মীয় প্রতীকগুলোর অবমাননা ঘৃণা উসকে দেয়'

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:19:08

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় জাতিসংঘের চরমপন্থা বিরোধী সংস্থা’র প্রধান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিভিন্ন ধর্ম ও রাজনৈতিক মতের লোকদের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে ইউনাইটেড নেশনস এলায়েন্স অব সিভিলাইজেশন্স এর প্রধান মিগুয়েল এঞ্জেল মোরাটিনস এ আহ্বান জানান।

ফ্রান্সে অবাধে মত প্রকাশের ক্লাশে একজন শিক্ষক শিক্ষার্থীদের মহানবীকে নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। পরে ওই শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ফরাসি সরকার ব্যঙ্গ কার্টুন প্রকাশকে সমর্থন করলে পুরো মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেয়।

এ প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধি গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘ধর্ম ও পবিত্র ধর্মীয় প্রতীকগুলোর অবমাননা ঘৃণা উসকে দেয় এবং সহিংস উগ্রবাদ সমাজকে মেরুকরণ ও খণ্ডিত হওয়ার দিকে ঠেলে দেয়।’

এ সম্পর্কিত আরও খবর