জর্জিয়ায় ভোট পুনর্গণনায় জয়ী বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 22:13:00

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনায় জয়ী হতে চলছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ১৯৯২ সালের পর এই প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জর্জিয়াতে জয় পাবেন তিনি। এ অঙ্গরাজ্যে জিতলে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াবে ৩০৬টি। এখন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া বাইডেনের সময়ের অপেক্ষা মাত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। এই অঙ্গরাজ্যে জিতলে ট্রাম্পের ঝুলিতে জমা হবে মোট ২৩২টি ইলেকটোরাল ভোট। তবে নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে একই ব্যবধানে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা। সেসব জায়গায় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।

গত ৩ নভেম্বরের নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরুর পর এগারো দিন কেটে গেলেও ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। যদিও চূড়ান্ত ফল ঘোষণা হবে ডিসেম্বরে।

এ সম্পর্কিত আরও খবর