অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা গুরুতর অসুস্থতা এবং মৃত্যু থেকে রক্ষার পাশাপাশি ভাইরাসের সংক্রমণ ঠেকাতেও সক্ষম বলে নতুন এক গবেষণা দাবি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস করতে পারে। এটা আমাদের জন্য দুর্দান্ত সংবাদ। এই টিকা মহামারী থেকে বের হয়ে আসতে সাহায্য করবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণাটি করেছেন। যদিও গবেষণায় প্রাপ্ত ফলাফলগুলি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে গবেষকরা দাবি করেছেন, প্রথম কোন টিকার দ্বারা করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পায় তার প্রমাণ পাওয়া গেলো। এই টিকাটি মহামারী নির্মূলে যথেষ্ঠ প্রভাব রাখবে। কারণ টিকা নেয়া প্রতিটি ব্যক্তি পরোক্ষভাবে অন্যান্য ব্যক্তিকেও রক্ষা করবে।
এদিকে ব্রিটিশ কর্তৃপক্ষ দাবি করেছে, এই গবেষণার ফলাফলের ভিত্তিতে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হলে মহামারী করোনাভাইরাস নির্মূল করা সম্ভব হবে।
এর আগে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে তিন হাজার স্বেচ্ছাসেবীকে এক ডোজের টিকা দেওয়ার চার সপ্তাহ পর অর্ধেক ডোজের আরেকটি টিকা দেওয়া হয়। তাঁদের ক্ষেত্রে টিকার কার্যকারিতা ৯০ শতাংশ পর্যন্ত দেখা যায়। অন্যদিকে নয় হাজার জনকে দুটি পূর্ণ ডোজের টিকা দেওয়ার পর তাঁদের ক্ষেত্রে ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।
অ্যাস্ট্রাজেনেকা দুটি পরীক্ষার ফলাফলই প্রকাশ করে। এর পাশাপাশি, কোভিড-১৯ থেকে সুরক্ষায় তাদের টিকার গড় কার্যকারিতা ৭০ শতাংশ বলে দাবি করে। যদিও বিশেষজ্ঞরা এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।