গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে অস্ট্রেলিয়ান সাংবাদিক গ্রেফতার

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:11:13

চীনে অস্ট্রেলিয়ান সাংবাদিক ও টিভি উপস্থাপককে কয়েক মাস ধরে আটক রাখার পর তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে দেশটি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, চীনের হাতে আটক হওয়া ওই সাংবাদিকের নাম চেং লেই। দেশ দুইটির মধ্যে সম্পর্কের অবনতির মধ্যে নতুন এই ঘটনায় উত্তেজনা ফের বাড়লো।

আটকের আগে চেং লেই চীনের সরকারি টিভি চ্যানেল সিজিটিএন-এ টিভি উপস্থাপিকা ছিলেন।

২০২০ সালের ১৪ আগস্ট তাকে আটক করা হয় এবং গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) চেং লেই-কে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানান অস্ট্রেলিয়ান এক কর্মকর্তা।

ক্যানবেরা চেং লেই এর আটকের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মেরিস পেইন বলেছেন, আন্তর্জাতিক নিয়মাবলী অনুসারে ন্যায়বিচার, প্রক্রিয়াগত ন্যায্যতা এবং মানবিক আচরণের মৌলিক মান পূরণ করার আশা করছি।

আমরা এই কঠিন সময়কালে চেং লেই এবং তার পরিবারের সঙ্গে আছি বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর