করোনা থেকে সহসাই মুক্তি মিলছে না!

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 14:51:08

ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (ইসিডিসি) প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন বলেছেন, বিশ্বব্যাপী করোনার সংক্রমণ কমে যাওয়ার পাশাপাশি টিকাদানের ফলে আশার সঞ্চার হলেও এই ভাইরাসকে আমাদের দীর্ঘকাল ধরে মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে যে করোনাভাইরাস আমাদের কাছে থাকবে। তিনি বলেন, এই ভাইরাস মানুষের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। এটি মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এটাই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।

যদিও ভ্যাকসিনগুলি করোনা দ্বারা সৃষ্ট অসুস্থতার সংক্রমণের ঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস করেছে। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করতে পারেনি যে ভ্যাকসিনগুলি ভাইরাসের সংক্রমণকে হ্রাস করবে কিনা।

তিনি বলেন, এছাড়াও বিশেষ উদ্বেগ রয়েছে করোনার কয়েকটি নতুন ধরনের কারণে। বিশেষত দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলিয়ানদের বিরুদ্ধে ভ্যাকসিনগুলি কার্যকর নাও হতে পারে বলে জানান ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান।

এক বছরে ১০ কোটির বেশি মানুষকে আক্রান্ত আর ২৩ লাখের বেশি প্রাণহানি ঘটিয়ে করোনা। এদিকে এই মহামারির প্রকোপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি গত চার সপ্তাহ ধরে সংক্রমণের হারে এবং দুই সপ্তাহ ধরে মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বলেছিল, এই প্রবণতা উৎসাহব্যঞ্জক।

অ্যান্ড্রিয়ে অ্যামেন বলেন, এটি একটি মৌসুমি ফ্লু হিসেবে থাকতে পারে। যার ফলে প্রতি বছর ভ্যাকসিন প্রয়োগ করতে হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর