যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন ব্রাজিলেও শনাক্ত

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:36:17

বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠা করোনার অতি-সংক্রামক ধরন এবার পাওয়া গেল ব্রাজিলেও । দেশটির দুটি রাজ্যে ও রাজধানী ব্রাসেলিয়াতে ভাইরাসের নতুন ধরনটি প্রথমবারের মত শনাক্ত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে, ব্রাজিলে এখনও দক্ষিণ আফ্রিকার নতুন ধরন শনাক্ত হয়নি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর পরীক্ষার নমুনাগুলি সিক্যুয়েন্সিংয়ের পরে যুক্তরাজ্যের নতুন ধরনটি নিশ্চিত হওয়ার ঘটনা গুইস রাজ্যে। বিবৃতিতে, গুইস কর্তৃপক্ষ বলেছে যুক্তরাজ্যের নতুন ধরনটি পাওয়া গেছে এমন দুই ব্যক্তি রাজধানী ব্রাসেলিয়ার উপকণ্ঠে বাস করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন এখন পর্যন্ত ৭০০টিরও বেশি দেশে পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক করোনায় মৃত্যু হয়েছে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জন।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যুক্তরাজ্যে বসবাসকারী এক ব্যক্তি ছুটিতে ব্রাজিল ভ্রমণ করেছিল যার সঙ্গে শনাক্ত হওয়া দুই ব্যক্তি দেখা করে। সেখান থেকে তারা সংক্রমিত হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর