তথ্যে গরমিল, মেক্সিকোতে মৃতের সংখ্যা বাড়ল ১ লাখের বেশি

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:12:44

তথ্যে গরমিল থাকায় মেক্সিকোতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ১১ হাজার ৯৮৬ জন বেড়েছে। এখন দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ। এতে করে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার এই দেশটি। এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা সরকারিভাবে পূর্বে প্রকাশিত সংখ্যার চেয়ে ৬০ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশিত লাতিন আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৩০১ জন বলা হলেও সংশোধিত প্রতিবেদন বলছে, সে সময় দেশটিতে দুই লাখ ৯৪ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছিল। এক লাখ ১১ হাজার ৯৮৬ জনের মৃত্যুর তথ্য ওই প্রতিবেদনে ছিল না। সে হিসাবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ।

করোনা মোকাবিলায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। বিরোধী দল তার বিরুদ্ধে মহামারি পরিস্থিতির ভয়াবহতা কমিয়ে দেখানো এবং টিকাদানে বিলম্বের অভিযোগ তুলে আসছিল। মহামারিকে হালকাভাবে নিয়ে মাস্ক না পরেই জনসমক্ষে চলাফেরা করতেন প্রেসিডেন্ট লোপেজ।

এ ছাড়া মেক্সিকোর সরকারি রিপোর্টে করোনায় মৃত্যুর যে সংখ্যা, তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছিলেন দেশটির বিশেষজ্ঞেরা।

মেক্সিকোয় এ পর্যন্ত মাত্র ৬১ লাখ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকোকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে চেয়েছে। যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার অনুমোদন করেনি, তবে তাদের হাতে কোম্পানিটির টিকা মজুত রয়েছে।

করোনাকালের মৃত্যুর রেকর্ড ও ডেথ সার্টিফিকেট পর্যালোচনা করে এত বড় তথ্যের গরমিলের সন্ধান পেয়েছে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর