করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
শনিবার (৩ এপ্রিল) এক টুইটবার্তায় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে রাশিয়ার কোভিড প্রতিষেধক ‘স্পুটনিক-ভি’ টিকা নিয়েছিলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
তিনি বলেন, আমার শারীরিক অবস্থা ভালো আছে।
৬২ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, জ্বরের সঙ্গে শরীর ব্যথা, অরুচি, হালকা সর্দি-কাশি থাকায় আমি অ্যান্টিজেন পরীক্ষা করায় যাতে করোনা ধরা পড়ে। পিসিআর পরীক্ষার মাধ্যমে নিশ্চিতকরণের অপেক্ষায় থাকা সত্ত্বেও আমি বর্তমানে বিচ্ছিন্ন আছি।