মডার্নার করোনার টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচটি টিকার অনুমোদন দিল সংস্থাটি।
শুক্রবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানায় ডব্লিউএইচও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সংস্থাটির সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও বলেছেন, ভারতসহ বিভিন্ন দেশে টিকা সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। এ কারণে আরও বেশি টিকা সহজলভ্য করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মুখে গত মার্চ থেকে বিদেশে টিকা রফতানি বন্ধ রেখেছে ভারত।
মডার্না এই সপ্তাহে বলেছে, ২০২২ সালের মধ্যে তাদের উৎপাদন ক্ষমতা ৩০০ কোটি ডোজ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
গত জানুয়ারিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান সংক্রান্ত বিশেষজ্ঞ গ্রুপ (এসএজিই) ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে মডার্নার টিকা ব্যবহারের সুপারিশ করেছিল।
মডার্নার মতো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা গত বছরের শেষদিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অ্যাস্ট্রাজেনেকা-এসকে বায়ো, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং জনসন অ্যান্ড জনসনের টিকার নাম যুক্ত হয়েছে।