বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি করেছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭।
শনিবার (০৫ জুন) লন্ডনে জোটের অর্থমন্ত্রীদের বৈঠকে এই চুক্তি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে এসব কোম্পানিকে ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর দিতে হবে।
এই চুক্তির ফলে অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো করের আওতায় আসবে।
বিবিসি বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারগুলোর হাতে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, যা দিয়ে তারা মহামারি মোকাবিলায় ব্যয় সংকুলানের নতুন পথ পাবে।
অন্যান্য দেশও যাতে এই পথ অবলম্বন করে, সে জন্য তাদের ওপর চাপ তৈরির চেষ্টা করা হবে। আগামী মাসে জি-২০-এর বৈঠকেই বিষয়টি আলোচনায় উঠবে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেন, এই চুক্তির ফলে বিশ্বব্যাপী বহুজাতিক কোম্পানিগুলোর জন্য একটি সমতল ক্ষেত্র তৈরি হলো।
শুক্রবার (০৪ জুন) থেকে লন্ডনে জি-৭ অর্থমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুরু হয়েছে। এসময় তারা জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করবেন।