যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অধিকাংশ ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়েছে। বাকিরাও শিগগিরই দেশে ফিরবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টে এমন তথ্য জানিয়েছেন তিনি।
এ সময় বরিস জনসন বলেন, আফগানিস্তানে ন্যাটো মিশনে নিযুক্ত সব ব্রিটিশ সেনা এখন দেশে ফিরছে। আমি আমাদের প্রস্থানের সময়সূচি প্রকাশ করবো না, তবে পার্লামেন্টকে বলতে পারি যে আমাদের অধিকাংশ কর্মী ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে।
এ বিষয়ে বাইডেন বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের পরিসমাপ্তি ঘটবে।
গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।