ভারতের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় ৩৫ জনের বেশি আহত হয়েছেন । বুধবার (৮ জানুয়ারি) বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষ্যে হাজার হাজার ভক্ত মন্দিরে টোকেন সংগ্রহ করতে এলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই খবর প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বার্ষিক ১০ দিনের এ উৎসবের প্রথম তিন দিন মন্দিরটিতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর বিগ্রহ দর্শনের সুযোগ থাকে। এ উৎসবের জন্য মন্দির কর্তৃপক্ষ এক লাখ ২০ হাজার টোকেন বিনামূল্যে বিতরণ করে থাকে। বুধবার সকাল থেকেই ভক্তরা টোকেন সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যার দিকে ভিড় এতটাই বাড়ে যে, ঠেলা-ধাক্কায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। ভিড়ের মধ্যে ঠেলা-ধাক্কা শুরু হলে একপর্যায়ে ভক্তরা পড়ে যান এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুই হাজার বছরের পুরোনো মন্দির তিরুপতি। অতীতে ভিড় নিয়ন্ত্রণে মন্দিরটি প্রশংসিত হলেও এবার ব্যর্থ হয়েছে। মন্দির কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাদের ধারণা একসঙ্গে এত বেশি মানুষ আসবেন না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য তারা সতর্কতা অবলম্বন করবে।