আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (২৫ আগস্ট) চীনা বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হয়, পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট শি জিন পিং আফগানিস্তানের সকল পক্ষকে মুক্ত এবং অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক কাঠামো গঠন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তাদেরকে মধ্যমপন্থী, সুস্থির নীতি প্রণয়ন এবং সকল সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন তারা।
প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে চীন। এছাড়াও তিনি বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার নীতি বজায় রাখবে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একমত হয়েছেন যে তালেবান আফগানিস্তান দখলের পর উদ্ভূত ‘হুমকি’ মোকাবিলায় তারা এক সঙ্গে কাজ করবে।
এছাড়াও দুই নেতা একমত হয়েছেন যে বর্তমানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে দুই দেশই যোগাযোগ বজায় রাখবে।
দুই নেতাই আফগানিস্তানে ‘শান্তি প্রতিষ্ঠার’ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।