কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ!

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 09:01:13

কানাডায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (০৬ সেপ্টেম্বর) অন্টারিওর লন্ডনে ট্রুডোর নির্বাচনী প্রচারণায় পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। তবে, এতে আহত হননি তিনি।

আগামী ২০ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন।

বিবিসির খবরে বলা হয়, লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোকে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন তিনি বাসে চড়ে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন তাকে লক্ষ্য করে যেসব পাথর ছোড়া হয় সেগুলোর মধ্যে ছোট ছোট পাথর ছিলো। তবে এতে তিনি আহত হননি।

বামপন্থী লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশা নিয়ে আগস্টের মাঝামাঝিতে জরুরিভাবে নির্বাচনের ডাক দেন ট্রুডো। কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার প্রচারণা ব্যাহত হয়।

মাত্র এক সপ্তাহ আগে, ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভিড় থেকে নির্বাচনী র‌্যালিতে হামলা করার পর প্রধানমন্ত্রী তা বাতিল করতে বাধ্য হন।

এ সম্পর্কিত আরও খবর