মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে ২ সপ্তাহে ২০০ সেনা নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 01:46:14

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে দেশটিতে অন্তত ২০০ সেনা সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে গত তিনদিনে প্রাণ হারিয়েছেন ৮৫ জন সেনা। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইন শহরে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জান্তা সরকারবিরোধী বিক্ষোভে বাধা দেয় সেনাবাহিনী। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ সেনা নিহত হয়।

barta24

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৯ অক্টোবর থেকে দেশটিতে ১৩০টি সহিংসতা ও বিক্ষোভে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২০০ জন সেনা মারা গেছেন বলে জানিয়েছে জান্তা সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত ২৭ অক্টোবর জান্তাবিরোধী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্সের (কেএলপিডিএফ) সঙ্গে সংঘর্ষে ৪০ জন সেনা নিহত হন। এছাড়াও কিউনবিনথা গ্রামের বাইরে পৃথক কয়েকটি ঘটনায় আরও ২০ জন সেনা মারা যান।

barta24

অন্যদিকে, চলতি বছরের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভ নেমে গ্রেফতার হয়েছেন অন্তত সাড়ে আট হাজার মানুষ।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়।

এ সম্পর্কিত আরও খবর