মিয়ানমার জুড়ে সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অবিলম্বে যুদ্ধ বন্ধ করার এবং সেনাবাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর আল-জাজিরার।
বুধবার (১০ নভেম্বর) জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই আহ্বান জানায়।
দেশটির চিন রাজ্যে ভারী অস্ত্রসহ সেনা জড়ো করছে মিয়ানমার সরকার। সেখানে বিদ্রোহীদের ওপর হামলার জন্য সেনা জড়ো করা হচ্ছে।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। এর পর থেকে দেশটিতে তুমুল বিক্ষোভ চলছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার জুড়ে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।