ভারী বৃষ্টি ও ঝড়ের পর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্য। ঝড়-বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। খবর বিবিসির।
রাজ্যের একাধিক এলাকায় ভূমিধসে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানাডার বন্দরনগরী ভ্যানকুভা। বন্যার পানিতে ডুবে গেছে ভ্যানকুভার রাস্তাঘাট। যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকায়।
কানাডার ফেডারেল পুলিশ জানিয়েছে, সড়কের মাটি ধসে এক নারীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, এখনও নিখোঁজ রয়েছেন দুইজন। বন্যাকবলিত ব্রিটিশ কলম্বিয়া রাজ্য থেকে হেলিকপ্টারযোগে আটকা পড়া অন্তত ৩০০ মানুষকে উদ্ধার করা হয়েছে।
ভ্যানকুভা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ রেখেছে কানাডার বড় দুটি কোম্পানি কানাডিয়ান প্যাসিফিক রেল ও কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে।
রাজ্যটির পরিবহন মন্ত্রী রব ফ্লেমিং এক সংবাদ সম্মেলনে বলেন, শতাব্দির সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি এটি। আমরা সবাই মিলে এ থেকে উত্তরণের চেষ্টা করছি।