লাদেন পুত্রের সাথে তালেবানদের বৈঠক: জাতিসংঘের রিপোর্ট

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-27 06:51:44

আন্তর্জাতিক নিরাপত্তা মহলের শঙ্কা বাড়িয়ে তালেবান সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করেছে ওসামা বিন লাদেনের ছেলে, বলে উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে। মর্নিং এক্সপ্রেস ডট কম-এর সোমবার (৭ ফেব্রুয়ারি) করা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে।

সেই রিপোর্টে বলা হয়েছে ২০২১ সালের অক্টোবর মাসে আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের পুত্র তালেবান নেতাদের সঙ্গে দেখা করে। লাদেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিন মুহাম্মদ উল-হক সাম খান-ও গত অগাস্ট মাসে আফগানিস্তানে ফিরেছে। ফলে তালেবান ও আল কায়দার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা স্পষ্ট বলে দাবি করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে।

বিশেষজ্ঞদের মতে, আল কায়দার কাছে তালেবানের জয় স্বপ্ন সত্যি হওয়ার মতো। টুইন টাওয়ার ধ্বংসের ভয়াবহতার রেশ কাটে নি এখনো। আফগানিস্তানের মাটিকে ব্য়বহার করেই হামলার নীল নকশা করা হয়েছিল। মার্কিন সেনার আফগানিস্তান আক্রমণের পরে সব কিছুই এলোমেলো হয়ে যায়। তালেবান আধিপত্য হারায়। মারা যায় বহু তালেবান নেতা। আল কায়দারও ঠিক একই অবস্থা ছিলো। ২০১১ লাদেনের অবসানের পাশাপাশি দলীয় ঝামেলা কিংবা আইএসের মতো আরও উগ্র জঙ্গি গোষ্ঠীর দাপটে ধীরে ধীরে জমি হারায় আল কায়দা।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সূত্র বলছে মেরেকেটে ৩০০ থেকে ৫০০-র বেশি আল কায়দা জঙ্গি এই মুহূর্তে আফগানিস্তানে নেই। কিন্তু এবার মার্কিন সেনা সরে যাওয়ার পরে এবং তালেবানরা এসে যাওয়ায় বিশেষত পূর্ব আফগানিস্তানে রাতারাতি শক্তিশালী হয়ে উঠতে পারে আল কায়দা।

এ সম্পর্কিত আরও খবর