ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
মঙ্গলবার (২৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখনও পর্যন্ত কোনও অগ্রগতি হয়নি। তবে, ইতিবাচক বিষয় হল যে ইউক্রেনের পক্ষ অন্ততপক্ষে তাদের নিরপেক্ষতার প্রস্তাব দিয়েছেন।
এর আগে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগলু জানিয়েছেন, এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে । নির্দিষ্ট কিছু বিষয়ে উভয় পক্ষই সমঝোতায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের বিষয়েও তারা একমত হয়েছেন।
তিনি বলেন, আরও গুরুতর বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা হবে বলে আশা করছি। তারপর দুই দেশের নেতারাও বৈঠকে বসতে পারেন।
পেসকভ বলেন, আমরা এখনও বলতে পারি না উল্লেখযোগ্য কোনও অর্জন হয়েছে। বর্তমান অবস্থায় কোনও সাফল্য এসেছে বলে আমরা এখনও বলতে পারি না।
দিমিত্রি পেসকভের দাবি, আলোচনা থেকে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে ইউক্রেনীয় আলোচকদের চেয়ে রুশ আলোচকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন।