নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার পাশে থাকবে চীন: সি চিন পিং

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:01:44

সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার (১৫ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট তার এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় সি চিন পিং বলেন, মস্কোর ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন।

তিনি পুতিনকে বলেন, ইউক্রেন সংকটের যথাযথ নিষ্পত্তির জন্য সকল পক্ষকে দায়িত্বশীলভাবে চাপ দিতে হবে। পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে তার মৌলিক মূল্যায়নের রূপরেখা জানিয়েছেন সি চিন পিংকে।

সি চিন পিংকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এর মধ্যে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর