ক্যালিফোর্নিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ৬

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:13:00

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গত চার দিনে এই এলাকায় দ্বিতীয় দুর্ঘটনা এটি।

জানা গেছে, শনিবার প্লেনটি লাস ভেগাস থেকে রওনা হয়েছিল। এরপর স্থানীয় সময় ভোর ৪টায় ফ্রেঞ্চ ভ্যালি এয়ারপোর্টের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই এর সব আরোহী নিহত হন।

এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) মুরিয়েটায় উড্ডয়নের পরপরই পার্কিং লটে বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও কিছুই জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মার্কিন সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এর তদন্ত করবে।

এদিকে মার্কিন সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত সেসনা সি৫৫০ বিমানটি একটি বিজনেস জেট ছিল।

এতে আরোহী সকলকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার বিকেল পর্যন্ত পাইলট বা যাত্রীদের পরিচয় প্রকাশ করেনি।

এ সম্পর্কিত আরও খবর