অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য: মার্কিন কংগ্রেসম্যান

আমেরিকা, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 07:54:26

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বব গুড বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক টুইটে রিপাবলিকান দলের এই কংগ্রেস সদস্য একথা লিখেছেন।

তিনি আরও লিখেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সরকারের পরিচালিত সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনিসহ আরও ১৩ জন কংগ্রেস সদস্য জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছেন।

এদিকে গত বুধবার (২৬ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র হলেও ২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচন অনিয়ম, সহিংসতা ও ভয়ভীতি দ্বারা প্রভাবিত হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর