তাইওয়ানকে ৩৪৫ মিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:57:23

তাইওয়ানকে ৩৪৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের মধ্যে প্রতিরক্ষা নিবন্ধ, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শুক্রবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস তাইওয়ানকে কি ধরনের অস্ত্র সরবরাহ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, তাইওয়ানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ দেওয়া হবে।

তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, তারা প্রয়োজনে বলপ্রয়োগ করে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে পুনরায় একত্রিত করবে।

এক বিবৃতিতে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা। যাতে নতুন করে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা সৃষ্টি না হয়।

তাইওয়ানের মাত্র ১৩টি কূটনৈতিক মিত্র রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রও এখনো আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি।

তবে নিয়মিত যুদ্ধবিমান ও নৌ জাহাজ অনুপ্রবেশসহ দ্বীপের প্রতি বেইজিংয়ের ক্রমবর্ধমান আক্রমনাত্মক অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর চেষ্টা করেছে।

এ সম্পর্কিত আরও খবর