২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ভারতীয় বংশোদ্ভূত হর্ষ বর্ধন সিং।
রোববার (৩০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
ভারতীয়-আমেরিকান প্রকৌশলী হর্ষ বর্ধন সিং তৃতীয় ভারতীয় যিনি রিপাবলিকান পার্টির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে চান। এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি ও উদ্যোক্তা বিবেক রামাস্বামী প্রার্থিতার ঘোষণা দেন।
টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী হর্ষ বর্ধন সিং বলেন, তিনি একজন আজীবন রিপাবলিকান এবং আমেরিকার ফার্স্ট রক্ষণশীল যিনি নিউ জার্সি রিপাবলিকান পার্টির একটি রক্ষণশীল শাখা পুনরুদ্ধার করতে কাজ করেছেন।
তিনি বলেন, গত কয়েক বছরে দেশের যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলোকে ফিরিয়ে আনতে এবং আমেরিকান মূল্যবোধ পুনরুদ্ধার করতে আমাদের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এই কারণেই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
দ্য হিল পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে ফেডারেল নির্বাচন কমিশনে তার প্রার্থীতা দাখিল করেছেন।
এদিকে, আইনি ঝামেলা সত্ত্বেও ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। তার এই জয় বিশ্বকে চমকে দিয়েছিল।
২০২০ সালের নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত তার পরাজয় স্বীকার করেননি।