সমাধিস্থ করা হবে ১২৮ বছরের মমিকে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-03 18:25:06

প্রায় ১২৮ বছর আগে স্থানীয়দের কাছে ‘স্টোনম্যান উইলি’ নামে পরিচিত এক ক্ষুদে চোর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কারাগারে কিডনি অকার্যকর হয়ে মারা যান।

বিবিসি জানিয়েছে, একটি নতুন শুষ্ককরণ কৌশল নিয়ে পরীক্ষা করার সময় একজন মর্টিশিয়ানের দ্বারা দুর্ঘটনাক্রমে তাকে মমি করা হয়েছিল।

প্রসঙ্গত, বো-টাইসহ স্যুট পরিহিত স্টোনম্যান উইলিকে রিডিংয়ের ছোট শহর আউমানের ফিউনারেল হোমে প্রদর্শন করা হয়েছিল।

তার চুল এবং দাঁত এখনও অক্ষত রয়েছে বলে জানা গেছে। যদিও তার ত্বক চামড়ার রূপ নিয়েছে।

তাকে গ্রেপ্তারের সময় পুলিশকে তিনি একটি কাল্পনিক নাম বলেছিলেন, যাতে তার আসল পরিচয় গোপন থাকে।

রয়টার্সের মতে, ফিউনারেল হোমটি পরীক্ষামূলক এম্বলিং প্রক্রিয়া নিরীক্ষণের জন্য মৃতদেহকে সমাহিত করার পরিবর্তে মমি করে রাখার অনুমতি চেয়ে রাষ্ট্রের কাছে আবেদন করেছিল।

ফিউনারেল হোমটি বলেছে, তারা লোকটির প্রকৃত নাম সনাক্ত করতে সক্ষম হয়েছে। এই সপ্তাহের শেষের দিকে তারা লাশটি সমাধিস্থ করবে।

ফিউনারেল হোমটির পরিচালক কাইল ব্ল্যাঙ্কেনবিলার রয়টার্সকে বলেছেন, ‘আমরা তাকে মমি হিসাবে উল্লেখ করি না। আমরা তাকে আমাদের বন্ধু উইলি হিসাবে উল্লেখ করি।’

স্থানীয় বাসিন্দারা উইলিকে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ একটি স্মরণীয় বিদায় দিয়েছে, যার মধ্যে তার কফিনবাহী মোটরসাইকেল বহরও ছিল।

আগামী শনিবার (৭ অক্টোবর) রিডিংয়ের রাস্তা দিয়ে তার শেষযাত্রা করবেন উইলি।

তাকে স্থানীয় একটি সেমিট্রিতে সমাধিস্থ করা হবে এবং তার কবরের এপিটাফে তার আসল নাম প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর