যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি পদ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) নিজ দলের বিরোধিতায় তাকে অপসারিত হতে হয়। যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
কট্টর রিপাবলিকানরা তাদের নিজ দলের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থিকে পদচ্যুত করতে সফল হয়েছেন।রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবটি ২১৬-২০৮ ভোটে পাস হলে কেভিন ম্যাকার্থি স্পিকারের পদ হারান।
এর আগে গত সোমবার (২ অক্টোবর) ফ্লোরিডা থেকে নির্বাচিত কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ থেকে ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেছিলেন।
ম্যাট গেটজ এই প্রসঙ্গে বলেন, স্পিকার পদে স্কেলাইজকে সমর্থন দেবেন তিনি। স্কেলাইজ ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত রিপাবলিকান দলীয় হুইপ ছিলেন। স্পিকার হওয়ার সব ধরনের যোগ্যতা তার আছে বলে জানান তিনি।
পদ হারানোর পর কেভিন ম্যাকার্থি সাংবাদিকদের বলেন, তিনি আর প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য লড়বেন না।
উল্লেখ্য চলতি বছরের ৭ জানুয়ারি ১৫তম বারের ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে স্পিকার নির্বাচিত হয়েছিলেন কেভিন ম্যাকার্থি।