বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-17 07:32:17

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তেল আবিব থেকে এ ঘোষণা দেন।

ব্লিঙ্কেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সফর ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

এই সময় ইসরায়েল সফর বাইডেনের নিরাপত্তা জন্য ঝুঁকি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তিনি আরও বলেন, বাইডেনের সফর ইসরায়েলের প্রতি মার্কিন সংহতি এবং জেরুজালেমের নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবে। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করবেন, যাতে ৩০ জন আমেরিকানসহ ১৪০০ জন নিহত হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেন ইসরায়েলের কাছ থেকে সরাসরি শুনবেন যে তাদের আত্মরক্ষার জন্য কী প্রয়োজন।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে জানান, বাইডেন বুধবার তেল আবিবে অবতরণ করবেন। বাইডেনের এই সফর ইসরায়েলের প্রতি আমাদের সংহতি পুনর্নিশ্চিত করা এবং গাজার বেসামরিক লোকদের সাহায্যের পথ খোলা।

তিনি আরও বলেন, বেসামরিক নাগরিকরা চাইলে গাজা ছেড়ে যাওয়ার জন্য নিরাপদ পথ তৈরি করতেও বাইডেন কাজ করবেন।

ইসরায়েল সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জর্ডানের আম্মানে যাবেন বলে জানান তিনি। সেখানে তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

এ সম্পর্কিত আরও খবর