ইসরায়েলের পাশাপাশি ইউক্রেনকেও সহযোগিতার আশ্বাস বাইডেনের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-20 06:10:56

ইসরায়েলের পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন জো বাইডেন।

জেলেনস্কিকে তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

চলমান সংঘাতে ইসরায়েলের প্রধান প্রয়োজন হলো আগ্নেয়াস্ত্র ও বেসামরিক অবকাঠামো, সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সুরক্ষা নিশ্চিত করার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর।

সংঘাতের শুরুর দিকেই ইসরায়েলে নিজের আগ্নেয়াস্ত্রের গোলাবারুদের মজুত নিঃশেষ করে ফেলেছে বলে মনে করার কোনও কারণ নেই।

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে ইসরায়েল আয়রন ডোম ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে এটি নির্মাণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টর আয়রন ডোমে ব্যবহার করা যায় না। প্যাট্রিয়টসহ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ইউনিট ইউক্রেনে সরবরাহ করেছে ওয়াশিংটন।

এদিকে ইউক্রেনের সবচেয়ে বেশি প্রয়োজন হলো গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সাঁজোয়া যান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর হতে এখন পর্যন্ত ইউক্রেনকে ৪৪ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতা দিয়েছে। বিভিন্ন ধাপে ইউক্রেনের জন্য সহযোগিতা বরাদ্দে কংগ্রেসের অনুমোদন চাওয়া হয়েছে।

কংগ্রেস যদি বরাদ্দ অনুমোদন করে তাহলে দেশ দুটি উপকৃত হবে।

এ সম্পর্কিত আরও খবর