৪ দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-চুক্তি বাতিল

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-19 18:50:29

আফ্রিকার চার দেশ উগান্ডা, গ্যাবন, নাইজার এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামের বিশেষ চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র।

গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বাণিজ্য-চুক্তিটি বাতিল করেন।

এক বিবৃতিতে আফ্রিকার চার দেশের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের এই তথ্য জানিয়েছেন বাইডেন। ২০০০ সালে আফ্রিকার অর্থনীতির উন্নয়নের স্বার্থে এই মহাদেশের দেশগুলোর সঙ্গে আগোয়া চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র।

এই চুক্তির আওতায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত।

বাইডেন প্রশাসনের সম্প্রতি এই সিদ্ধান্তের পর থেকে আর শুল্ক অব্যাহতির সুবিধা পাবে না উগান্ডা, নাইজার, গ্যাবন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

সোমবারের বিবৃতিতে বাইডেন বলেছেন, গণতান্ত্রিক শাসন কায়েমে ব্যর্থতার জন্য নাইজার-গ্যাবনকে এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য উগান্ডা ও সেন্ট্রাল রিপাবলিকান আফ্রিকাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর