যুক্তরাষ্ট্রে ইসরায়েল-সহায়তা বিল পাস

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-11-03 13:23:12

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন বা ১৪৩০ কোটি মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। তবে এটি উচ্চকক্ষ সিনেটে পাস হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ১ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বিল পাস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে হওয়া ভোটাভুটিতে বিলটির পক্ষে ২২৬টি ভোট পড়ে, আর বিপক্ষে পড়ে ১৯৬টি ভোট।

১২ জন ডেমোক্র্যাট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন। দুই জন রিপাবলিকান সদস্য বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

বিবিসি বলছে, ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দলের নেতারা এই বিলে ইউক্রেনের জন্য তহবিল রাখার বিষয়টিও সংযুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু হাউসের রিপাবলিকান সদস্যরা ইউক্রেন ও ইসরায়েলের জন্য অভিন্ন বিল আনতে চাননি।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এমন সহিংস কার্যকলাপকে এগিয়ে নিতে যুদ্ধবিরতিতেও সম্মত হয়নি দেশটি।

 

এ সম্পর্কিত আরও খবর