মৃত অবস্থায় পাওয়া গেল পুতিনের সমালোচনাকারী জেনারেলকে

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-16 23:22:43

তৃতীয় শ্রেণীর বিমানবাহিনী পরিচালনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করা দেশটির বিমানবাহিনীর একজন সাবেক কমান্ডারকে
স্ট্যাভ্রোপল অঞ্চলে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

খবরটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ উইক।

গত বুধবার (১৫ নভেম্বর) ৬ষ্ঠ এয়ার ফোর্স এবং এয়ার ডিফেন্স ফোর্সেস আর্মির সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির স্ভিরিডভের লাশ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, স্ভিরিডভের লাশ একজন নারীর মৃতদেহের পাশে পাওয়া গেছে, যাকে এখনও সনাক্ত করা যায়নি। তবে, রাশিয়ার অন্যান্য আউটলেটগুলো ওই নারীকে তার স্ত্রী বলে দাবি করেছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির উদ্ধৃতি দিয়ে নিউজ উইক জানিয়েছে, সহিংস মৃত্যুর কোনও লক্ষণ পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রাশিয়ার এই সাবেক সিনিয়র সামরিক কর্মকর্তা রাশিয়ান ম্যাগাজিন টেক অফের সঙ্গে একটি সাক্ষাত্কারে অভিযোগ করে বলেছিলেন, ‘মস্কোর পাইলটরা অপর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন।’

তিনি বলেছিলেন, ‘সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতির জন্য একজন পাইলটের প্রতি বছরে প্রায় ১০০ ঘন্টা উড়তে হবে। তবে, এটি এখনও হয় নি। বিমানবাহিনীতে গড় ফ্লাইটের সময় বর্তমানে ২৫-৩০ ঘন্টা।’

অন্য একটি সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘ভাল কেউ নেই বলে আমরা এমন অফিসারদের নিয়োগ করতে বাধ্য হচ্ছি, যারা পুরোপুরি প্রশিক্ষিত নয়। একই কারণে আমরা সামরিক একাডেমিতে তৃতীয় র্যাঙ্কিংয়ের পাইলটদের পাঠাচ্ছি। অতীতে এটি ঘটেনি।’

লেফটেন্যান্ট জেনারেল স্ভিরিডভ তার কর্মজীবনে অর্ডার অফ দ্য রেড স্টারে ভূষিত হন এবং তিনি রাশিয়ার একজন সম্মানিত পাইলট ছিলেন।

তিনি রাশিয়ান পাইলটদের কম বেতন এবং নিম্নমানের আবাসনের কথা তুলে ধরে তরুণ অফিসারদের পাশাপাশি সমস্ত চাকুরীজীবীদের জন্য স্বাভাবিক জীবনযাত্রার পরিস্থিতি তৈরি করার জন্য পুতিনকে অনুরোধ করেছিলেন, যাতে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর