হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বলেছেন, হামাসের কর্মকাণ্ড সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা তথ্য আমলে নেবে না এবং নিজস্ব গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে বিস্তারিত জানাবে না যুক্তরাষ্ট্র।
হামাস গাজার আল শিফা হাসপাতালকে কমান্ড সেন্টার এবং সম্ভবত স্টোরেজ সুবিধা হিসেবে ব্যবহার করেছে বলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাবি করার পর ওই মন্তব্য করলো হোয়াইট হাউস।
কিরবি বলেন, ‘গাজায় হামাসের তৎপরতার বিষয়ে তার নিজস্ব গোয়েন্দা সংস্থার মূল্যায়নে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী।’
এনডিটিভি জানিয়েছে, বাইডেন প্রশাসন মার্কিন গোয়েন্দা সংস্থার উৎসগুলোকে প্রকাশ করেনি কারণ, ওই উৎসগুলোর মধ্যে কয়েকটি জিম্মিদের অবস্থা পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছে।
আল শিফা হাসপাতালে অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলিরা কোনও নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে কিনা এমন প্রশ্নের জবাবে কিরবি বলেন, ‘আমি নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলতে চাচ্ছি না, যা শুধুমাত্র আমাদের দুই দেশের মধ্যে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘হামাস কীভাবে ওই হাসপাতালটি ব্যবহার করছে সে সম্পর্কে আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা মূল্যায়নে আত্মবিশ্বাসী।’
তিনি অভিযোগ করেন যে, হামাস হাসপাতালে নিজেদেরকে আশ্রয় দিচ্ছে এবং এই সুবিধাটিকে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করে রোগী ও চিকিৎসা কর্মীদের ঝুঁকির মধ্যে রাখছে।
কিরবি বলেন, ‘আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে, যা আমাদের নিশ্চিত করে যে হামাস আল শিফাকে একটি কমান্ড সেন্টার এবং একটি স্টোরেজ সুবিধা হিসাবে ব্যবহার করছে। আমরা এখনও সেই বুদ্ধিমত্তার দৃঢ়তা সম্পর্কে নিশ্চিত।’