লন্ডনে ‘গাজায় মানবিক যুদ্ধবিরতি’র দাবিতে বিক্ষোভ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-10 16:13:52

ব্রিটিশ রাজধানী লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী মানবিক যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) তীব্র শীত উপেক্ষা করে লাখো বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেন।

রোববার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী শনিবার সেন্ট্রাল লন্ডনের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানান।

মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর