গাজা যুদ্ধের স্থায়ী সমাধানে জাতিসংঘের প্রতি সম্মেলনের আহ্বান রাশিয়ার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-13 20:16:30

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধান খুঁজতে বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

প্রসঙ্গত, মস্কো বার বার একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে এবং হামাস এবং ইসরায়েল উভয়ের সঙ্গেই কাজ করছে৷

ল্যাভরভ রাশিয়ার সিনেটরদের বলেছেন, ‘এই সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র উপায় এবং সঠিক উপায়ে সমাধান করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা।’

তিনি বলেন, ‘সম্মেলনে আরব লীগ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত।’

তিনি বলেন, ‘জাতিসংঘের উচিত এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করা। আমি বিশ্বাস করি যে, জাতিসংঘ মহাসচিব এ ধরনের উদ্যোগ গ্রহণে যথেষ্ট সক্ষম।’

উল্লেখ্য যে, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া অন্যতম।

ল্যাভরভ বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত অবিচার, যাদের কাছে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সন্ত্রাসী হামলা তাদের অনুভূতিকে ইন্ধন জোগাচ্ছে।’

তিনি এটাও নিশ্চিত করেন যে, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য মস্কো তার ক্ষমতায় সবকিছু করছে।

এদিকে, গাজায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতির কারণে ইসরায়েলের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় ১৮,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এ সম্পর্কিত আরও খবর