ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-20 21:08:23

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আস্থা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার আক্রমণ প্রতিহত করার যুদ্ধে ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখবে।

বছরের শেষ সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ঢোকা রাশিয়া বাহিনীকে ফেরত পাঠানোর জন্য দেশটির প্রচেষ্টায় আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আল-জাজিরা জানিয়েছে, জেলেনস্কি তার বক্তৃতায় লড়াইয়ে যোগ দেওয়ার জন্য আরও ৫ লাখ ইউক্রেনীয়কে একত্রিত হওয়ারও আহ্বান জানান।

জেলেনস্কি বলেন, ‘আমরা এটির জন্য খুব কঠোর পরিশ্রম করছি এবং আমি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যে বিষয়ে আমরা ও যুক্তরাষ্ট্রে একমত হয়েছি, তা সম্পূর্ণরূপে পূরণ হবে।’

জেলেনস্কি এমন সময় বক্তৃতাটি দিলেন যখন যুক্তরাষ্ট্রের কনজারভেটিভরা ক্রমাগত সহায়তার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং ইউক্রেনের জন্য একটি মার্কিন সহায়তা প্যাকেজ আটকে গেছে।

এদিকে মার্কিন সিনেটের নেতারা মঙ্গলবার বলেছেন যে, প্যাকেজটি নতুন বছরের আগে বরাদ্দের কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, রাশিয়ার আক্রমণ ইউক্রেনীয় শহরগুলিকে ধ্বংস করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

জাতিসংঘের হিসাব মতে, রাশিয়ার হামলায় ইউক্রেনে এ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর