ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, তারা যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন বহনকারী সন্দেহে কৃষ্ণসাগরে রাশিয়ার একটি জাহাজের বহর ধ্বংস করেছে।
রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বার্তায় বলেছে, তাদের বিমান বাহিনীর পাইলটরা রাশিয়ার বৃহৎ অবতরণকারী জাহাজ নভোচেরকাস্ককে ধ্বংস করেছে।
ওই বার্তায় ই আরও বলা হয়, ‘জানা যায় বহরটি ইরানের তৈরি শাহেদ ড্রোন বহন করছিল।’
যদিও হামলাটি কোথায় সংঘটি হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের সামরিক বাহিনী।
তবে বিমান বাহিনীর কমান্ড্যান্ট মাইকোলা ওলেশচুক অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের কৃষ্ণসাগরে ফিওডোসিয়ার রুশ নৌঘাঁটিতে বিস্ফোরণের একটি ভিডিও পোস্ট করেছে।
ক্রিমিয়ার ক্রেমলিন-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ‘ফিওডোসিয়া এলাকায় একটি হামলা চালানো হয়। বন্দর এলাকা ঘেরাও করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণ বন্ধ হয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ঘটনাস্থলে সব ধরণের প্রয়োজনীয় পরিষেবা রয়েছে। বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, ইউক্রেন ক্রিমিয়ায় প্রায়ই রাশিয়ার সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। ২০২২ সালের এপ্রিলে ইউক্রেন কৃষ্ণসাগর ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্রুজার মস্কভাকে ডুবিয়ে দেয় তারা।