ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে কবিতা লেখার দায়ে দুই কবির কারাদণ্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-28 22:20:12

মস্কোর একটি আদালত ইউক্রেনে হামলার বিরুদ্ধে কবিতা লেখার দায়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুই রাশিয়ানকে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করেছে।

কবি আর্টিওম কামার্দিনকে সাত বছরের কারাদণ্ড এবং ইয়েগর শতোভবাকে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।

রাশিয়া কর্তৃপক্ষ ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য হাজার হাজারকে আটক করেছে এবং দেশটিতে ইউক্রেন যুদ্ধের সমালোচনা কার্যত নিষিদ্ধ।

৩৩ বছর বয়সী কামার্দিন বলেন, পুলিশ অফিসাররা তাকে বলৎকার করেছে এবং তাকে ক্ষমা প্রার্থনার ভিডিও চিত্রিত করতে বাধ্য করেছে।

গ্রেপ্তারের প্রাক্কালে তিনি তার কবিতা আবৃত্তি করেছিলেন, ‘আমাকে মেরে ফেলো, মিলিশিয়া!’

কামার্দিন ইউক্রেনের দক্ষিণে সংযুক্ত করার লক্ষ্যে সাম্রাজ্যবাদী ‘নতুন রাশিয়া’ প্রকল্পের বিরুদ্ধেও আক্রমণাত্মক স্লোগান দেন।

দুই কবির উভয়কেই বিদ্বেষ উসকে দেওয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের জন্য আহ্বানের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।

কামার্দিন আদালতকে বলেন, তিনি জানেন না যে, তার কর্ম আইন ভঙ্গ করেছে।

তিনি তার সমর্থকদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছিলেন, ‘আমি একজন নায়ক নই এবং আমার বিশ্বাসের জন্য কারাগারে যাওয়ার পরিকল্পনা আমার ছিল না।’

সাজা ঘোষণার পর তার বাবা ইউরি বলেছিলেন, ‘এটি সম্পূর্ণ আক্রোশ!’ কবির বাবা-মা ও স্ত্রীসহ প্রায় দুই ডজন বন্ধু আসামিদের সমর্থন দিতে আসেন।

আদালতে ভিড়ের মধ্যে ছিলেন কামার্দিনের স্ত্রী আলেকজান্দ্রা পপোভা।

তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত কঠোর শাস্তি। কবিতার জন্য, একটি অহিংস অপরাধের জন্য সাত বছর কারাদণ্ড!’

এ সম্পর্কিত আরও খবর